আইসিসির চাপেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ: পাপন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৮:২৮

সাহস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য আইসিসির থেকেই চাপ ছিল এবং পাকিস্তানে তিনবার যাওয়া ও টেস্ট খেলার পিছনে সেটাই মূল কারণ।’

১৯ জানুয়ারি (রবিবার) বিসিবিতে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে পাকিস্তান সফর নিয়ে একথা বলেন পাপন।

পাপন বলেন, ‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপটাই সবচেয়ে গুরুত্ব পেয়েছে। আর আইসিসিও এ সিরিজ মনিটর করবে। আইসিসি লোকজন সিরিজ সরেজমিন তদারকে পাকিস্তানে যাবে।’

তিনি বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে যে, এটা যদি শুধু দ্বি-পাক্ষিক সিরিজ হতো তাহলে একটা কথা। এখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে আইসিসির। বলতে গেলে এটা অনেকটা বিশ্বকাপ। আমরা টি-টোয়েন্টি খেলছি, ওয়ানডে খেলছি। এখন ওরা (আইসিসি) শুরু করেছে টেস্ট হোম এবং অ্যাওয়ের ভিত্তিতে হবেই। কাজেই এখানে তো আর কোনো অপশন নেই। এখানে অংশগ্রহণ করাটা আমি মনে করি অবশ্যই প্রয়োজন। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে এখানে আমাদের অংশ নেয়া উচিত।’

বিসিবি বস বলেন, ‘আসলে এখানেই মূল একটা চাপ ছিল। আমার মনে হয় এই টি-টোয়েন্টি সিরিজটি খেলে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে পরিস্থিতি কি এবং যদি আমাদের কোনো সমস্যা থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো এবং পরে কথা বলতে পারবো।’

শুধু কি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্যই আইসিসির পক্ষ থেকে চাপ দেয়া হয়েছে? আইসিসি কি পাকিস্তানের আর্থ-সামাজিক প্রেক্ষাপট, বর্তমান অবস্থা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পরখ করে দেখেছে? পাকিস্তানে কি আসলে এখন খেলতে যাবার মত অবস্থা আছে?

এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আইসিসি তো দল পাঠাচ্ছেই। ওরা এরই মধ্যে নিরাপত্তা পর্যবেক্ষণ করেছে এবং আইসিসির সব লোকজন থাকবে।’

পাপন পরিস্কার বলে দিয়েছেন, ‘ওরা (আইসিসি) বলাতেই তো আসলে যাচ্ছি। সবদিক থেকে যেভাবে সিদ্ধান্তটি এসেছে, এরপর ওখানে না যাওয়াটা কঠিন। এরপরও ওখানে যদি এমন কোনো ঘটনা আল্লাহ না করুক ঘটে যায় বা তেমন অবস্থা হয় তাহলে তো আর আমরা যাবো না।’

পাপন আরো বলেন, ‘আমাদের যদি কখনো মনে হয় যে, ওখানটায় যেমনটা ভেবেছিলাম বা পরিস্থিতি পরিবর্তন হয়েছে তাহলে আমাদের সিদ্ধান্তও পরিবর্তন হবে। সেটা ভিন্ন ইস্যু। তবে এখন পর্যন্ত আমরা মনে করছি এটা একটি নিরাপদ জায়গা এবং আমরা খেলতে যেতে পারি সেখানে। মাথায় এখন সেই নিরাপত্তার ব্যাপারটি বাদ দিয়ে খেলায় মনোনিবেশ করা উচিত। সেটাই ওদেরকে বলতে এসেছিলাম (আজ বিসিবিতে)।’

সরকারের সর্বোচ্চ পর্যায়ের সবুজ সঙ্কেত মিলেছে। জাতীয় নিরাপত্তা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টও ইতিবাচক। সঙ্গে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন আইসিসি প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান এহসান মানির সঙ্গে কথা বলে পাকিস্তান সফরে যাবার সন্মতি জ্ঞাপন করেছেন। তারই আলোকে সফরসূচি হয়েছে চূড়ান্ত। কোথায় কবে কখন খেলা হবে? অর্থ্যাৎ শহর, ভেন্যু, মাঠ সব ঠিক হয়ে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত