বার্সেলোনার আচরণ কুৎসিত হয়েছে: ইনিয়েস্তা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ১৪:৪৭

সাহস ডেস্ক

বার্সেলোনার স্প্যানিশ কিংবদন্তী মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা বলেছেন, ‘বার্সেলোনার আচরণ একটু কুৎসিত হয়েছে। বর্তমান কোচকে সম্মান দেখানো উচিত আপনার। যেভাবে সবকিছু হচ্ছে তা অধিকাংশ মানুষকেই আহত করবে।’

আজ ১৪ জানুয়ারি (মঙ্গলবার) ভালভার্দের অধীনে এক মৌসুম খেলা এই মিডফিল্ডার ইনিয়েস্তা ওন্দা সিরোকে একথা বলেন।

ইনিয়েস্তা বলেন, ‘এ পদের জন্য প্রস্তুত কিনা সেটা সবচেয়ে বলতে পারবে জাভিই। কোম্যান আর জাভি দুজনই বার্সেলোনাতেই ছিল। একজনের অভিজ্ঞতা বেশি কিন্তু সেটাই মূল বিবেচ্য নয়।’

ইনিয়েস্তা স্বীকার করেছেন গত কিছুদিনে ক্লাবে ভালভার্দের অবস্থা একটু ‘দুর্বল’। গত মৌসুমে কোপা দেল রের ফাইনালে হার, টানা দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রায় নিশ্চিত জয় পাওয়া ম্যাচ থেকেও ছিটকে যাওয়া ও অসুন্দর ফুটবল—সবকিছুই প্রভাব ফেলেছে ভালভার্দের এমন করুণ অবস্থার পেছনে। কিন্তু স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠতে ব্যর্থতাই বার্সেলোনাকে নড়েচড়ে উঠতে বাধ্য করেছে।

ইনিয়েস্তার আশা, ‘ক্লাব এ ব্যাপারটা সুন্দরভাবে সামলে নেবে। কারণ, যা হচ্ছে, তা কোচ খেলোয়াড় বা সমর্থক কারও জন্যই ভালো নয়।’

কোচ আরনেস্তো ভালভার্দের ওপর আস্থা হারিয়েছে বার্সেলোনা। লিগে শীর্ষে আছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগেও গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোতে পা রেখেছে। এই ভালভার্দের অধীনেই টানা দুবার লিগ জিতেছে বার্সেলোনা। কিন্তু ইউরোপে বারবার ব্যর্থ হওয়ায় এই কোচের ওপর এমনিতেই নাখোশ ছিল বার্সেলোনার সমর্থকেরা। এবার স্প্যানিশ সুপার কাপে এগিয়ে থেকেও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বসার পর বোর্ডও বিপাকে পড়ে গেছে। তাই নতুন কোচের সন্ধানে নেমেছে তারা।

এরই মাঝে জাভির সঙ্গে আলোচনা করেছে বার্সেলোনা বোর্ড। কিন্তু মৌসুমের মাঝপথে আসতে রাজি নন কাতারের আল সাদের দায়িত্বে থাকা জাভি। এরপর বার্সেলোনা নাকি আরেক ক্লাব কিংবদন্তি রোনাল্ড কোম্যানের সঙ্গে আলোচনা করেছে। নেদারল্যান্ডসের দায়িত্বে থাকা কোম্যান ইউরোর আগে আসতে রাজি হননি।

তবে প্রায় আড়াই মৌসুম ডাগআউটে থাকা স্প্যানিশ ক্লাব বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দেকে বিদায় জানিয়ে তাঁর জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে রিয়াল বেটিসের সাবেক স্প্যানিশ কোচ ৬১ বছর বয়সী কিকে সেতিয়েনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত