বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়নরা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২০, ১৬:২৭

সাহস ডেস্ক

আগামী ১৫ জানুয়ারি ৬ দল নিয়ে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। এই টুর্নামেন্টটি দুই গ্রুপে ভাগ করে লটারির মাধ্যমে ড্র করা হয়েছে। যেখানে গ্রুপ ‘এ’তে পড়েছে স্বাগতিক বাংলাদেশ।

লটারির এই ড্রয়ে স্বাগতিকদের সঙ্গে একই গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা ও টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। গ্রুপ ‘বি’ তে মরিশাস, সেশেলস ও বুরুন্ডি।

যদিও এর আগে ৫ দল নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টের। তবে ২০১৮ সালের চাম্পিয়ন ফিলিস্তিন এবারও আসছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলতে।

বাংলাদেশ ও ফিলিস্তিন ছাড়াও আসছে শ্রীলঙ্কা। আফ্রিকান ফুটবলের প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপে দেখা যাবে মরিশাস, সেশেলস ও বুরুনডি দলকে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৫১তে থাকা বুরুনডির সঙ্গে মরিশাসও (১৭২) র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৭) চেয়ে এগিয়ে। আর সেশেলস আছে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২০০তম অবস্থানে।

অবশ্য সেশেলশের চেয়েও নিচু র‍্যাঙ্কিংয়ে আছে শ্রীলঙ্কা। ২০৫ নম্বরে অবস্থান করছে দ্বীপ রাস্ট্রটি। ১০৬তম দল ফিলিস্তিনই এ টুর্নামেন্টের ফেবারিট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত