ইন্দোর টেস্ট:

দ্বিতীয় সেশনে ১০০ রানে ৪ উইকেট, বিপাকে বাংলাদেশ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১৩:৪২

সাহস ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধন্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

ব্যাটিংয়ে নেমে লাঞ্চ বিরতি পর্যন্ত প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে নেমে এখন পর্যন্ত ৪১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ।

১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় ইন্দোরের হোলকার স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।

এদিন টসে জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকা ওপেনার ইমরুল কায়েস দলীয় ষষ্ঠ ওভারের শেষ বলে উমেষ যাদবের শিকার হন। বল খোঁচা দিতে গিয়ে স্লিপে থাকা আজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দিয়ে ১৮ বলে ৬ রান করে সাজ ঘরে ফিরেন বাঁহাতি এই ওপেনার। পরের ওভারের শেষ বলে ইশান্ত শর্মার গতির কাছে হার মানেন আরেক ওপেনার শাদমান ইসলাম। তিনি ২৪ বলে ৬ রান করেন। তার আউটের মধ্যদিয়ে দ্বিতীয় উইকেটের পতন হয়।

রান রেট কম থাকলেও মুমিনুল হকের সঙ্গে ধীর ব্যাটিং করতে থাকেন মোহাম্মদ মিঠুন। তবে তিনিও থিতু হতে পারেননি। ১৮তম ওভারের শেষ বলে মোহাম্মদ শামীর ডেলিভারিতে এলবির ফাঁদে পড়েন তিনি। ৩৬ বলে ১২ করেন এই ডানহাতি।

এরপর মাঠ ছাড়লেন বাংলাদেশ টেস্ট স্পেশালিষ্ট অধিনায়ক মুমিনুল হক। রবীচন্দ্রন আশ্বিনের বলে বোল্ট হয়ে ফিরেন মুমিনুল। তবে মাঠ ছাড়ার আগে মুশফিকের সাথে জুটি বেঁধে ব্যাক্তিগত ৩০ রান করে সাজ ঘরে ফিরেন এই টেস্ট স্পেশালিষ্ট।

বর্তমানে ব্যাট করছেন মুশফিকুর রহিম ৩৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৭।

বাংলাদেশ একাদশ:
ইমরুল কায়েস, শাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।

ভারত একাদশ:
মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন আশ্বিন, উমেষ যাদব, মোহাম্মদ শামী, ইশান্ত শর্মা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত