অধিনায়কের দায়িত্ব পাওয়াটা অপ্রত্যাশিত ছিল: মুমিনুল

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৯, ১৭:২৮

সাহস ডেস্ক

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘অধিনায়কের দায়িত্ব পাওয়াটা আমার জন্য অপ্রত্যাশিত ছিল। তবে এখন বিষয়টিকে নিজের জন্যও ইতিবাচক।’

আজ ১৩ নভেম্বর (বুধবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন মুমিনুল।

মুমিনুল বলেন, ‘মনে হয় না অধিনায়কত্ব পাবার পর আমার ব্যাটিংয়ে প্রভাব পড়বে। চেষ্টা করব আগের মতোই ব্যাট করার। দলনেতার হাল ধরার পর আরও বেশি দায়িত্বশীল হতে পারব বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘এতে নিজের ক্রিকেটীয় জ্ঞানও বৃদ্ধি পাবে। অধিনায়ক হিসেবে নিজের নৈপুণ্য তুলে ধরার বিশাল সুযোগ রয়েছে আমার কাছে। সব কিছুই হচ্ছে পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নেয়ার মতো।’

সাকিব-তামিম দলে না থাকা নিয়ে মুমিনুল বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে অভিজ্ঞ তামিম ইকবাল রয়েছেন ছুটিতে। সবচেয়ে সেরা এই দুই তারকা ছাড়া খেলতে নামা সত্যিই বড় চ্যালেঞ্জের। তবে দলের অন্য সদস্যরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’

আগামীকাল ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেনগার্ডেনে গোলাপি বল দিয়ে নিজেদের প্রথম দিবা-রাত্রি টেস্ট খেলবে ভারত-বাংলাদেশ।

গোলাপি বলের টেস্ট নিয়ে মুমিনুল বলেন, ‘এটা অনেক বড় চ্যালেঞ্জ। তবে দলের জন্য একটি বড় সুযোগও। আমরা গোলাপি বলে ঢাকায় অনুশীলন করেছি। যদিও ভারত এসে সুযোগ হয়নি। প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝামাঝি সময়ে এটা নিয়ে কাজ করার সুযোগ আসবে।’

তিনি বলেন, ‘আমার গোলাপি বলে খেলার অভিজ্ঞতা নেই। তাই কতটা সুইং হয় সেটি এখনও জানি না। মনে হয় না এটায় কোনও সমস্যা তৈরি হবে। এটা একটা সুযোগ। জানি না আগামীতে কখন গোলাপি বলে খেলার মতো পরিস্থিতি তৈরি হবে।’

প্রথমবারের মত ভারতে পূর্ণাঙ্গ সিরিজ নিয়ে ২৮ বছর বয়সী মুমিনুল বলেন, ‘ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পারাটাও আমাদের জন্য বড় একটি সুযোগ। আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে মুখিয়ে আছি। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।’

ইন্দোরের পিচের বিবেচনায় একাদশ নিয়ে দলপতি বলেন, ‘টিম ম্যানেজমেন্ট এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। তাই প্রথম টেস্টের স্কোয়াড নিয়ে কিছু বলতে পারছি না। আমার মনে হয়েছে ব্যাটসম্যানরা এই পিচে বাড়তি সুবিধা পাবে।’

২০০০ সাল থেকে টেস্ট খেলছে বাংলাদেশ। প্রথমবারের মতো ২০১৭ সালে ভারতের মাটিতে এক মাত্র টেস্ট ম্যাচে খেলার সুযোগ হয়েছিল টাইগারদের জন্য। এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফর করছে টাইগাররা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত