চট্টগ্রাম টেস্ট: শূন্যতে বিদায় সাদমানের, লাঞ্চে গেল বাংলাদেশ

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৮ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১২

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৪২ রানে বড় সংগ্রহ নিয়ে মাঠ ছেড়েছে আফগানিস্তান। ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু করেছে নড়বড়ে ভাবেই।

একমাত্র টেস্টে কোনো পেসার ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ। শুরুর দিকে তাইজুলের ব্রেক থ্রু'তে শুরু হলেও দিনশেষে আফগান রহমত শাহ'র সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৭১ রান করে দিন শেষ করে আফগানিস্তান। 

দ্বিতীয় দিনের শুরুতে ৯২ রানে ব্যাট করতে থাকা আসগর আফগানকে ফেরান তাইজুল। এরপর আফসার যাযাইয়ের ৪১ ও অধিনায়ক রশীদ খানের ৫১ রানে ৩৪২ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

কোনো পেসার না নিয়ে খেলতে নামা বাংলাদেশ যেমন বোলিংয়ে ভুগেছে, তেমনি নিয়মিত ওপেনার তামিম ইকবালের বিশ্রামও ভুগিয়েছে কিনা দলকে তা হয়তো বিশ্লেষণ হবে ম্যাচ শেষে। তবে, এখন পর্যন্ত সেই বিশ্লেষণে একটা দিক টুকে রাখাই যায়। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে কোনো রান না করেই ফিরেছেন সাদমান ইসলাম। ওপেনিংয়ে তার পার্টনার হয়ে নেমেছিলেন সৌম্য।

দিনের প্রথম সেশনে ৪ ওভার ব্যাট করেছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের সংগ্রহ ১ রান। 

দ্বিতীয় সেশনে আফগান স্পিনাররা যে ভয় ধরাবেন তার বার্তাই যেনো দিয়ে রাখলো আফগানরা।