তামিমের বন্ধু অভিক আনোয়ার মাতালেন ভারত

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ১২:৫০

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ মিশনে। সেমিফাইনালে ওঠার মিশনে অখানে বাংলাদেশ দল আজ মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। 

ওপরদিকে, তামিমের বন্ধু অভিক আনোয়ার মাতালেন ভারত। ভারতে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক মোটর স্পোর্টস ইভেন্টে প্রথম বাংলাদেশী হিসেবে চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার।

বন্ধুকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে তামিম লেখেন, 'প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল মোটর স্পোর্টস ইভেন্টে বিজয়ী হওয়ায় অভিনন্দন আমার বন্ধু অভিককে। বাঘেরা খেলাধুলার প্রতি বিভাগেই উজ্জ্বল।'

চেনাজানা মানুষের কাছে অভিক আনোয়ার নামে পরিচিত হলেও রেসের জগৎ তাকে চেনে তৈহিদ আনোয়ার হিসেবে। ক্রিকেট, হকি বা ফুটবলের মত জনপ্রিয় না এই খেলাটা জনপ্রিয় না বলে অভিক আনোয়ারও অজানা আমাদের কাছে।

বাংলাদেশের 'র‍্যালি ক্রস চ্যাম্পিয়নশিপ'-এ তিনবার বিজয়ী তিনি। এবার নাম লেখান ভারতে অনুষ্ঠিত  আন্তর্জাতিক মোটর স্পোর্টস ইভেন্ট 'দ্য ভক্সওয়াগন অ্যামিও কাপ'-এ। যা ভিডব্লিউ ভেন্টো কাপ নামেও পরিচিত। 

এদেশে, রেসিংয়ে প্রশিক্ষণ ট্র্যাক বা দক্ষ প্রশিক্ষক না থাকায় এখানে খেলাটা খুব বেশি প্রসার হয়নি। তাছাড়া এই খেলার ব্যায়টাও কিছুটা বেশিই বলতে হবে। তবুও নৈপুণ্য আর গতির এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো বিজয়ী হলেন বাংলাদেশি এই কার রেসার। আন্তর্জাতিক এই মোটর স্পোর্টস ইভেন্টে অভিকের সঙ্গী ছিলেন আরেক বাংলাদেশি আফফান সাদাত সাফওয়ান।

সাহস২৪.কম/জয়