x

এইমাত্র

  •  এসএসসি-সমমানে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ২৩ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬১ লাখের অধিক, সুস্থ হয়েছেন ২৭ লাখেরও বেশী
  •  করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নয়
  •  করোনাভাইরাসঃ বাংলাদেশে রেকর্ড ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৪৫

ঝালকাঠিতে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৯, ১৪:৫৪

রহিম রেজা

ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। 

উদ্বোধনী খেলায় ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা দল অংশ নেয়। ঝালকাঠি সদর দল ৪৯-৩৪ পয়েন্টে নলছিটি উপজেলা দলকে পরাজিত করে। ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতায় জেলার চারটি উপজেলার দল অংশ নিচ্ছে। ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। বিপুল সংখ্যক দর্শক ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা উপভোগ করেন। 

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত