ডোপ টেস্টে ক্ষিপ্ত বোল্ট

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ১৫:৪৭

অনলাইন ডেস্ক

আগেই অ্যাথলেটিক্স থেকে অবসর নিয়েছেন স্প্রিন্টে আটটি অলিম্পিক স্বর্ণপদক জয়ী উসাইন বোল্ট। পরে ফুটবল খেলা শুরু করেছেন, তবে পুরোপুরি পেশাদারভাবে নয়। অস্ট্রেলিয়ার একটি দলের হয়ে খেললেও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবু বোল্টকে সম্প্রতি ডোপ টেস্ট দিতে হয়েছে। কোনো দলের সঙ্গে চুক্তি না করেও ডোপ টেস্ট দিতে হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন এই কিংবদন্তি।

‘এখনো আমি পেশাদার ফুটবলার হয়ে পারিনি। তার আগেই আমাকে কীভাবে ডোপ টেস্ট দিতে হয়?’ টুইটারে এমন প্রশ্ন ছুড়ে বোল্ট লিখেছেন, ‘কোনো ক্লাবের সঙ্গে চুক্তি না করেও কেন পরীক্ষার মুখোমুখি হচ্ছি। এ বিষয়ে জানতে চেয়েছিলাম। তারা বলছে আমি নামীদামী অ্যাথলেট তাই পরীক্ষা দিতে হবে! বিষয়টি আমার জন্য সুখবর নয়।’

স্প্রিন্টে আটটি অলিম্পিক স্বর্ণপদক জয়ী বোল্ট ফুটবলের দারুণ ভক্ত। অবসর নেয়ার আগে এই দৌড়বিদ প্রায়ই বলতেন এক সময় ফুটবল দলে যোগ দিবেন। বোল্ট কথা রেখেছেন। পেশাদার ফুটবলার হওয়ার জন্য যা যা করা দরকার, তার সবই করছেন। অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট অব মেরিনার্সের হয়ে খেলছেন উইঙ্গার হিসেবে। গত শুক্রবার ট্রায়াল ম্যাচে করেছেন জোড়া গোল।

সাহস২৪.কম/খান