নাটকীয় জয় দিয়ে নতুন মৌসুম শুরু বায়ার্নের

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৮, ১৭:৪৬

সাহস ডেস্ক

বুন্দেসলিগায় নতুন মৌসুমের প্রথম ম্যাচে হফেন হেইমকে নির্ধারিত সময়ের শেষ দিকে দুই গোলের নাটকীয় জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক বায়ার্ন মিউনিখ। 

২৪ আগস্ট (শুক্রবার) রাতে ঘরের মাঠে হফেন হেইমকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিন ম্যাচের ২৩ মিনিটে হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড টমাস মুলার। ৫৭ মিনিটে হফেন হেইমকে সমতায় ফেরান হাঙ্গেরির ফরোয়ার্ড আদাম সালাই।

৮২ মিনিটে বিতর্কিত এক পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন রবার্ট লেওয়ানডোস্কি। গতবারের লিগের সর্বোচ্চ গোলদাতার প্রথম প্রচেষ্টা গোলকিপার ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠিয়েছিলেন আর্জেন রবেন। তবে তিনি আগেই ডি-বক্সে ঢুকে পড়ায় গোলটা বাতিল করেন রেফারি। দ্বিতীয় প্রচেষ্টায় ভুল করেননি লেওয়ানডোস্কি।

তবে স্পটকিকের সিদ্ধান্তটি নিয়েই বিতর্ক ছিল। এক্ষেত্রে ভিএআর প্রযুক্তির আশ্রয় নেননি রেফারি। রিপ্লেতে দেখা গেছে, হফেন হেইম ডিফেন্ডার হাভার্ড বৈধভাবে ফ্র্যাংক রিবেরিকে বাধা দিলেও রেফারি ফাউল ধরে পেনাল্টি উপহার দেন বায়ার্নকে। এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ৯০ মিনিটে কাছ থেকে বল জালে পাঠান রবেন। শেষ দিকের দুই গোলে শঙ্কা কাটিয়ে স্বস্তির জয় দিয়ে শুরু হল লিগে নতুন কোচ নিকো কোভাচের অধীনে বায়ার্নের নতুন পথচলা।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত