মিডলসেক্সের সঙ্গে ক্রিকেট একাডেমি খুললেন শচীন

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ১৫:৫৭

সাহস ডেস্ক

ইংল্যান্ডের কাউন্টি দল মিডলসেক্সের সঙ্গে যৌথ ভাবে নতুন একাডেমির কাজ শুরু করলেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। যার নাম দেয়া হয়েছে ‘টেন্ডুলকার মিডলসেক্স গ্লোবাল একাডেমি’। একাডেমিটি হবে বিশ্বব্যাপী।

ইংল্যান্ডের নর্থউডে মার্চেন্ট টেলর’স স্কুলে যে একাডেমির প্রথম ক্রিকেট ক্যাম্প ছিল, তার ব্যাপার খানিকটা আলাদা। জানা যায়, এখানে ক্রিকেট শেখাবেন স্বয়ং শচীন নিজেই।

একাডেমির পরের ক্যাম্পগুলো কখনও হবে মুম্বইয়ে, কখনও লন্ডনে। বিশ্বের অন্যত্রও ক্রিকেট শেখানোর শিবির করার ভাবনা রয়েছে।

এই একাডেমিতে ৯ বছর বয়স থেকে ১৪ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের শেখানো হবে ক্রিকেট। মিডলসেক্স কাউন্টির কোচদের সঙ্গে বসে শচীন ঠিক করবেন কোচিংয়ের গাইডলাইন।

এ নিয়ে শচীন বলেন, ‘এই নতুন উদ্যোগে মিডলসেক্স কাউন্টির সঙ্গে যুক্ত হতে পেরে খুশি। আমরা শুধু ক্রিকেটার গড়াতেই মন দিচ্ছি না। ভবিষ্যতের বিশ্ব নাগরিক গড়াতেও নজর থাকবে। মিডলসেক্স ও আমি যতটা সম্ভব সেরা ক্রিকেট শিক্ষা দিতে চাইছি ক্রিকেট-শিক্ষার্থীদের।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত