টানা চতুর্থবার ফরাসি কাপ চ্যাম্পিয়ন পিএসজি

প্রকাশ : ০৯ মে ২০১৮, ১২:১৭

সাহস ডেস্ক

২০১৮ ফরাসি কাপের ফাইনালে প্যারিসে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে তৃতীয় সারির দল লেস হারবিয়েরসকে হারিয়ে টানা চতুর্থ ও রেকর্ড ১২ বার চ্যাম্পিয়ন হলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এর আগে ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালেও জিতে হেট্রিক করেছিল পিএসজি।

০৮ মে (মঙ্গলবার) দিবাগত রাতে হারবিয়েরসের বিপক্ষে ২-০ গোলে জয় পায় নেইমার বিহীন পিএসজি।

ম্যাচের ২৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। ইতালিয়ান মিডফিল্ডার থিয়াগো মোত্তার বাড়ানো বল ধরে বাঁ পায়ের শটে জালে জড়ান লো সেলসো। এরপর এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি। 

বিরতি থেকে ফিরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে ধরে রাখে পিএসজি। তবে দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে ডি বক্সে কাভানিকে গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় দলটি। সফল স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুয়ের এ তারকা। 

এরপর আর গোল পায়নি কোনো দল। ফ্রান্সের ঘরোয়া ফুটবলে ‘ট্রেবল’ জিতে বিদায় নিতে যাচ্ছেন দলটির স্প্যানিশ কোচ উনাই এমেরি।

সাহস২৪.কম/খান/মশিউর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত