স্যামসাংয়ের বিরুদ্ধে ৪৮ কোটি টাকার মামলা

প্রকাশ : ০৫ জুলাই ২০১৯, ১৮:০৯

বিজ্ঞাপনে অসত্য তথ্য পরিবেশনের মাধ্যমে গ্রাহকদের বিভ্রান্তি করার দায়ে স্যামসাংয়ের বিরুদ্ধে ৪৮ কোটি টাকার মামলা করেছে ‘অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন’।

সংস্থার চেয়ারম্যান রড সিমস বলেন, স্যামসাং ক্রেতাদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। পানি নিধোরক বিজ্ঞাপনের মাধ্যমে তারা গ্রাহকদের সাথে প্রতারণা করছে। যেখানে বলা হচ্ছে, পানির নিচে কোনো ঝামেলা ছাড়া ডিভাইসটি ব্যবহার করা যাবে।

স্যামসাং কর্তৃপক্ষ জানায়, তারা এই বিজ্ঞাপন থেকে সরে আসবে না। প্রয়োজন হলে এই মামলার বিরুদ্ধে লড়বে। তাদের দাবি, ইনগ্রেস প্রোটেকশন মার্কেট কর্তৃক তাদের ডিভাইসকে ‘আইপি৬৮’ রেটিং দেওয়া হয়েছে। অর্থাৎ পানির মধ্যেও স্যামসাং ডিভাইস ব্যবহার করা যাবে।

তবে যদি স্যামসাং এই মামলায় দোষী সাব্যস্ত হয় তাহলে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হবে বলে জানিয়েছে রড সিমস। 

সাহস২৪.কম/ইতু/সাকিল.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত