দ্রুত ফাইভ-জি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৩

সাহস ডেস্ক

সারাদেশে দ্রুত ফাইভ-জি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি ফোর-জি সেবা আরো শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভার্চুায়লি যুক্ত হয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন শেখ হাসিনা। সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, সভায় ফাইভ-জি চালু করতে ১ হাজার ৫৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, এছাড়া দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু করার উদ্যোগ দ্রুত নেওয়ার জন্য বলেছেন প্রধানমন্ত্রী। এর বাইরে সব নভোথিয়েটার তদারকির জন্য আলাদা সংস্থা করার নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, আলাদা সংস্থার বিষয়ে সবার আগে যাচাই-বাছাই করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত