৩১ অক্টোবর পর্যন্ত ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ২৩:৩০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২০, ১৪:৩৬

অনলাইন ডেস্ক

আগামী কয়েকদিন ইন্টারনেটে কিছুটা ধীর গতি ভর করতে পারে বলে জানিয়েছেন দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক।  ভিন দেশের একটি সাবমেরিন ক্যাবল (ট্রান্সমিশন লিংক) মেরামত করায় এই সমস্যা হতে পারে বলে জান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) এ তথ্য জানান ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

তিনি বলেন, ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টা থেকে আগামী ৩১ অক্টোবর দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাবমেরিন ক্যাবলের জরুরি মেরামত কাজ চলবে। 

দেশের কয়েকটি আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প ট্রান্সমিশন লিংক হিসেবে চেন্নাই টু টুয়াজ (সিঙ্গাপুর) রুট ব্যবহার করে।  ওই সাবমেরিন ক্যাবলের মালিক ভারতীয় প্রতিষ্ঠান এয়ারটেল।  এই রুটের লিংকের মেরামত কাজ চলার কথা সোমবার (২৬ অক্টোবর) থেকে আগামী শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত।  এই সময়কালে দেশের যেসব আইআইজি ওই রুট ব্যবহার করে তাদের ইন্টারনেটের গতি কিছুটা কমতে পারে।  অন্যদের সমস্যা হওয়ার কথা নয়।