উইন্ডোজ ৭ 'শাট ডাউন' না হলে করণীয়

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫১

সাহস ডেস্ক

উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা একটি অচেনা বাগ সম্পর্কে অনলাইনে অভিযোগ জানিয়েছে।

ব্যবহারকারীরা ইউজার ফোরাম রেডিটে জানান, প্রতিবার শাট ডাউন করার সময় ‘এই কম্পিউটারে শাট ডাউনের পারমিশন আপনার নেই’ লেখা একটি পপ আপ ম্যাসেজ আসছে। কিন্তু কী কারণে এমন বাগ সৃষ্টি হয়েছে তা এখনো জানা যায়নি। 

চলতি বছরের জানুয়ারিতে মাইক্রোসফট উইন্ডোজ ৭ এর সাপোর্ট বন্ধ করে দেয়। এখনো যারা এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করছেন, তারা নিজেরাই সাময়িকভাবে কাজ চালানোর জন্য সমাধান বের করেছেন। 

১. কীবোর্ড থেকে Windows+L বাটন প্রেস করলে একটি স্ক্রিন আসবে। স্ক্রিনের নিচের দিকে তিনটি আইকন দেখা যাবে। সেখান থেকে শাট ডাউন ক্লিক করতে হবে। 

২. কীবোর্ড থেকে CTRL+ALT+DELETE বাটন প্রেস করলে একটি স্ক্রিন আসবে। স্ক্রিনের নিচের দিকে থাকা তিনটি আইকন থেকে শাট ডাউন আইকনটিতে ক্লিক করতে হবে।

সূত্র: দ্য ভার্জ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত