নেটফ্লিক্সে অটোপ্লে বন্ধ করবেন যেভাবে

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২২

অনলাইন ডেস্ক

নেটফ্লিক্স অটোপ্লে বন্ধ করার ফিচার যোগ করেছে। হুট করেই অপছন্দের কিছু চলে আসত স্ক্রিনে। এই জন্য ব্যবহারকারীদের কাছে এতদিন পর্যন্ত অটোপ্লে ফিচারটি বিরক্তির কারণ হয়ে উঠেছিল।  

অটোপ্লে বন্ধ করার জন্য প্রথমে নেটফ্লিক্সে সাইন ইন করতে হবে। এরপর মেনু অপশন থেকে ম্যানেজ প্রোফাইল ক্লিক করে ‘অটোপ্লে প্রিভিয়াস হোয়াইল ব্রাউজিং অন অল ডিভাইসেস’ লেখা থেকে টিক চিহ্নটি তুলে দিয়ে সেভ করতে হবে। 

সেটিংস সেভ হতে হয়তো কিছুটা দেরি হবে। তবে আপনি সাইন আউট করে আবার সাইন ইন করলে জলদিই অটোপ্লে বন্ধ হয়ে যাবে।  

সূত্র: দ্য ভার্জ