কর্মসংস্থানে বাড়াবে রোবট

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৫:৪৪

সাহস ডেস্ক

বিশ্ব অর্থনৈতিক সংস্থা বলছে, রোবট বর্তমানে থাকা বিভিন্ন কাজ এবং নতুন করে আর তৈরি হতে যাওয়া কাজগুলো সামনের বছরগুরো থেকে খুব সহজেই করতে পারবে।

রোবট এবং এলগরিদমের কারণে এখনকার বিভিন্ন কাজের উৎপাদনশীলতা অনেকগুণ বেড়ে যাবে। এর ফলে নতুন কাজ তৈরির সুযোগ হবে।

ডাটা এনালিস্ট, সফটওয়্যার ডেভেলপার, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট— এ ধরনের কাজ প্রচুর বাড়বে। তবে শিক্ষক বা কাস্টমার সার্ভিস কর্মীর মতো কাজ, যাতে কিনা অনেক স্পষ্ট মানবিক গুণাবলির দরকার হয়, সেরকম কাজও অনেক তৈরি হবে।

একাউন্টিং প্রতিষ্ঠান, কারখানা থেকে শুরু করে পোস্ট অফিস, ক্যাশিয়ারের কাজ রোবট দখল করে নেবে। এই বিরাট পরিবর্তনের মুখে কর্মীদের নতুন কাজের প্রশিক্ষণ নিতে হবে, নতুন দক্ষতা অর্জন করতে হবে। মাত্র এক মাসে ব্যাংক অব ইংল্যান্ডের প্রধান অর্থনীতিবিদ অ্যান্ডি হ্যালডেন হুশিয়ারি দিয়েছিলেন যে ব্রিটেনে হাজার হাজার মানুষ রোবটের কারণে কাজ হারাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত