গেমের বাজারে শীর্ষে ‘ফোর্টনাইট’

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২০, ১৪:০৮

সাহস ডেস্ক

তরুণদের গেমারদের সংখ্যা হিসাব না করেও যদি আয়ের দিক থেকে হিসাব করা হয় তাহলে শীর্ষ ভিডিও গেম হচ্ছে ‘ফোর্টনাইট’।

২০১৮ সালে বিনা মূল্যের গেম হিসেবে ফোর্টনাইট বাজারের শীর্ষস্থানে উঠে আসে। এ বছর ফোর্টনাইট নির্মাতা এপিক গেমস এ গেমটি থেকে ২৪০ কোটি মার্কিন ডলার মুনাফা করেছে। সে তুলনায় এ বছর ৬০ কোটি মার্কিন ডলার কম আয় করেছে।

ফোর্টনাইট নির্মাতা এপিক গেমস ২০১৮ সালের আগস্ট মাসে অ্যান্ড্রয়েডের জন্য গেমটি প্রকাশ করে। কোনো কাহিনী বা সিঙ্গেল প্লেয়ার মোড নেই। ফোর্টনাইট শুধু মাল্টিপ্লেয়ার মোডেই খেলা যাচ্ছে। খেলার একটিই লক্ষ্য, দলবদ্ধভাবে বা একাই একটি ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে।

প্রথম থেকেই গেমটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকি গেমটি কয়েকটি দেশে নিষিদ্ধের কথাও ওঠে। তবে অল্প সময়ের মধ্যেই সবকিছু ছাপিয়ে গেমটি শীর্ষস্থান দখল করে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত