হুয়াওয়ের পাশে মাইক্রোসফট

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩২

হুয়াওয়ে থেকে উইন্ডোজ সফটওয়্যার সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করেছেন মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ।

ব্র্যাড স্মিথ বলেন, আমেরিকার কম্পিউটার নির্মাতা চীনা প্রতিষ্ঠান থেকে উইন্ডোজ সফটওয়্যার সরবরাহ করতে আগ্রহী মাইক্রোসফট। এতে নিরাপত্তার কোনো হুমকি নেই।

স্মিথ বলেন, হুয়াওয়ের বিভিন্ন ডিভাইস যেমন ল্যাপটপে আামাদের সফটওয়্যার সরবরাহ করতে অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমরাও আবেদন করেছি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, পৃথিবীর যেকোনো দেশেই আমাদের আউটলুক বা ওয়ার্ড এর মতো অ্যাপ্লিকেশন বা আমাদের সার্চ ইঞ্জিন ব্যবহারে সেই দেশের নিরাপত্তা কখনই বিঘ্নিত হবে না।

এদিকে মার্কিন বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসার আগেই ফেব্রুয়ারিতে উইন্ডোজচালিত মেইটবুক এক্স প্রো উন্মোচন করে হুয়াওয়ে।

এ প্রসঙ্গে মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবার রস জানিয়েছেন, তার মন্ত্রণালয় থেকে এই নিষেধাজ্ঞা বাতিল সংক্রান্ত একটি লাইসেন্স ইস্যু করা হতে পারে এবং বলা হয়েছে এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় কোন সমস্যা হবে না।

তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো রকমের অনুমোদনের খবর পাওয়া যায়নি।

নিষেধাজ্ঞার ফলে গুগলে অ্যান্ড্রয়েড ওএসের বিকল্প নিয়ে এসেছে হুয়াওয়ে। মেট সিরিজে মেট ৩০ ও মেট ৩০ প্রো মডেলের স্মার্টফোনে থাকবে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম। মেট ৩০ প্রোর একটি ৫-জি নেটওয়ার্ক-সমর্থিত সংস্করণেরও ঘোষণা এসেছে। আগামী অক্টোবর এ স্মার্টফোন দুটি বিভিন্ন দেশের বাজারে ছাড়বে হুয়াওয়ে।

সূত্র: গ্যাজেটস নাও

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত