মহাকাশে হচ্ছে স্বর্ণের বৃষ্টি

প্রকাশ | ৩০ আগস্ট ২০১৯, ১৫:৩৮

মহাকাশে স্বর্ণের বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এর পেছনে 'কিলোনোভা' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন তারা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীতে থাকা বহু মূল্যবান স্বর্ণ ও প্লাটিনাম জাতীয় ভারী ধাতুর অধুকাংশই মহাকাশ থেকেই ঝরে পড়েছে। তারা জানিয়েছেন, মহাকাশে দুইটি নিউট্রন তারার সংঘর্ষ বা কৃষ্ণগহ্বরের সঙ্গে কোনও নিউট্রন তারার একত্রীকরণে যে বিস্ফোরণ ঘটে, তাকেই বলা হয় ‘কিলোনোভা’।

মহাকাশ গবেষণায় জানা যায়, ২০১৬ সালে তেলিস্কোপের মাধ্যমে প্রথম ধরা পড়ে 'কিলোনোভা'। তবে তখন এই সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি বিজ্ঞানীরা। তবে সেসময় নাসার সবকটি টেলিস্কোপেই 'কিলোনোভা' ধরা পড়ে।

বিষয়টি আবারও ধরা পড়ে ২০১৭ সালে। তখন বিজ্ঞানীরা গামা রশ্মির বিস্ফোরণ দেখতে পান সেখানে। তারা বলেন, এই কারণেই মহাকাশে মূল্যবান স্বর্ণ ও প্লাটিনামের মত ধাতু ছড়িয়ে পড়েছে।

গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেন, পৃথিবীতে যত স্বর্ণ ও প্লাটিনাম রয়েছে, তা কোনো নিউট্রন তারার সংঘর্ষ থেকে পাওয়া। 

মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সহযোগী বিজ্ঞানী এলেনোরা ত্রোজা জানান, ২০১৬ ও ২০১৭ সালের কিলোনোভার সমস্ত পর্যবেক্ষণ হুবহু মিলে গেছে।