গুগল ম্যাপকে চ্যালেঞ্জ করবে হুয়াওয়ের 'ম্যাপ কিট'

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১৩:৪৮

গুগল ম্যাপের আদলে 'ম্যাপ কিট' নিয়ে বাজারে আসছে হুয়াওয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম আইএএনএস'র প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

মূলত গুগল ম্যাপসকে চ্যাল্যাঞ্জ জানাতেই নতুন এই সেবা নিয়ে হাজির হচ্ছে চাইনিজ এই কোম্পানিটি। 'ম্যাপ কিট' এ থাকছে রাস্তার নেভিগেশন সিস্টেমের পাশাপাশি রিয়েল টাইমে যানযট পরিস্থিতি জানার সুযোগ।

তাছাড়া ম্যাপ কিটটিতে অগমেন্টেড রিয়েলিটি ম্যাপিং সমর্থন করবে কিন্তু এটি সরাসরি ব্যবহারের জন্য হবে না। এই ম্যাপ কিটটি রিয়েল-টাইম ট্রাফিক পরিস্থিতি এবং লেন পরিবর্তনের স্বীকৃতির ফিচারও থাকবে।

জানা যায়, ৪০ টি ভাষার ব্যবহার থাকবে এই ম্যাপে। এবছরের অক্টোবরে বাজারে আসতে পারে হুয়াওয়ের নতুন এই অ্যাপ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত