হুয়াওয়েকে ফের যুক্তরাষ্ট্রে ব্যবসার অনুমতি

প্রকাশ : ৩০ জুন ২০১৯, ১২:৫১

সাহস ডেস্ক

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে ফের ব্যবসার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৯ জুন (শনিবার) জাপানে চলমান জি-২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে বিভিন্ন বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন ট্রাম্প।

ট্রাম্পের এই ঘোষণার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে আবার বাণিজ্যের সুযোগ পেল হুয়াওয়ে। তবে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কিছু নিয়ে হুয়াওয়ের সাথে ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, আমি বলেছি, আমরা পণ্য বিক্রি করতে থাকব, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোই এসব পণ্য প্রস্তুত করে। তবে বিষয়টি জটিল, তবে আমি তাদের অনুমতি দিয়েছি যাতে মার্কিন প্রতিষ্ঠানগুলেঅ তাদের কাছে আবার পণ্য বিক্রি করতে পারে।

এদিকে গুগল তাদের প্রস্তুতকৃত অ্যান্ড্রয়েড হুয়াওয়ের কাছে বিক্রির অনুমতি পাবে কি না সে বিষয় এখনো পরিস্কার নয়।

এর আগে মে মাসে গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে হুয়াওয়ের সঙ্গে লেনদেন বন্ধ করা জন্য নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত