ভার্চ্যুয়াল মুদ্রা ‘লিব্রা’ আনছে ফেসবুক

প্রকাশ : ১৯ জুন ২০১৯, ১৮:৩৯

সাহস ডেস্ক

সামাজিক যোগাযোগের মাধ্যমের বাইরে ই-কমার্স ও বৈশ্বিক পেমেন্ট সিস্টেমে ঢুকাতে চাইছে ফেসবুক। এ লক্ষ্যে ‘লিব্রা’ নামের ক্রিপটোকারেন্সি উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

এই  ভার্চ্যুয়াল মুদ্রা চালু করতে ২৮টি সহযোগী প্রতিষ্ঠানকে যুক্ত করেছে ফেসবুক। তবে এর পুরো বিষয় দেখাশোনা করবে জেনেভাভিত্তিক প্রতিষ্ঠান লিব্রা অ্যাসোসিয়েশন।

ফেসবুক কর্তৃপক্ষ ‘ক্যালিব্রা’ নামের একটি সাবসিডিয়ারি চালু করেছে, যা ডিজিটাল ওয়ালেট হিসেবে ভার্চুয়াল মুদ্রা সংরক্ষণ, আদান-প্রদান ও খরচ করার সুবিধা দেবে। ক্যালিব্রা ফেসবুকের কয়েক শ কোটি ব্যবহারকারীর মেসেজিং প্ল্যাটফর্মের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত থাকবে।

ফেসবুকের এ প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তা কেভিন ওয়েল বলেন, লিব্রা চালু করার মাধ্যমে ফেসবুক বৈশ্বিক নিয়ন্ত্রকদের এক টেবিলে আনতে পারবে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, নতুন ক্রিপটোকারেন্সি চালু করতে তারা যুক্তরাষ্ট্রসহ অন্য কয়েকটি দেশে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। ফেসবুকের এ সেবার লাইসেন্স নিতে কোন কোন কোম্পানি আবেদন করেছে, সে তথ্য অবশ্য জানায়নি তারা।

২০২০ সালের প্রথমার্ধেই নতুন এ মুদ্রা বাজারে চালু করা হবে বলে জানিয়েছেন ফেসবুকের কর্মকর্তারা।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত