ফেইসবুকে ভেরিফাইড হলো এমপি আসলামুল হকের ফেসবুক পেইজ

প্রকাশ : ১১ মে ২০১৯, ১৬:৫৫

সাহস ডেস্ক

মোহাম্মদ আসলামুল হক আসলাম, যাকে বলা হয় আধুনিক মিরপুরের জনক। ২০০৯ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়লাভ করার পর থেকে ঢাকা-১৪ আসনের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এখন পর্যন্ত। রাজধানীর মিরপুরের শাহ আলী, মাজার রোড, রূপনগর, বেড়িবাঁধ, গাবতলী, দারুস সালাম নিয়ে আসনটি গঠিত। দায়িত্বের শুরু থেকে এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন তার আসনের জনগণের সর্বোচ্চ কাছে থাকার। তাই প্রায়শই তিনি তার আসনে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে কথা বলেন তার আসনের জনগণের সাথে। শোনেন তাদের সমস্যার কথা।

অবাধ তথ্য প্রবাহের যুগে মানুষ টিভি বা পত্রিকা পড়ার চাইতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় বেশী তথ্য জানতে ও পড়তে পছন্দ করে। আর তাই তিনি তার আসনের জনগণের সমস্যা ও অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে খুলেছিলেন ফেসবুক পেইজ। যার নাম Md Aslamul Haque এবং লিঙ্ক হচ্ছে fb.com/aslamulhaque.official/. যা সরাসরি তার নিজের দ্বারা পরিচালিত। আর এভাবেই নতুন প্রজন্মের কাছে যেতে ও এলাকাবাসীর খবরাখবর জানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেন জনাব আসলামুল হক। পেইজটি খোলার পরে এখন পর্যন্ত তার ফেইসবুক পেইজে যুক্ত হয়েছে প্রায় এক লক্ষ পঁচিশ হাজারেরও অধিক মানুষ। অভিযোগ ও সত্যতার ভিত্তিতে কয়েকটি উল্লেখযোগ্য কাজও তিনি করেছেন।

সম্প্রতি তার ফেইসবুক পেইজটি ভেরিফিকেশনের জন্য আবেদন করা হয় ফেসবুক কর্তৃপক্ষের কাছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবার ৭ দিন পরে ফেসবুক কর্তৃপক্ষ তার আবেদনের সত্যতা ও যাচাই বাছাই শেষে তার ফেইসবুক পেইজটি ভেরিফাইড করে দেয়। এতে তার ফেইসবুক পেইজে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি নীল ব্যাজ। অর্থাৎ এই পেইজটি ছাড়া জনাব আসলামুক হকের আর কোন ফেসবুক পেইজ তার দ্বারা পরিচালিত হয় না।

ফেসবুক পেইজ ভেরিফাই হবার পরে সাংসদ মোহাম্মদ আসলামুল হক বলেন, ‘ঢাকা-১৪ আসনের সবার সুখ দুঃখ তাদের সাথে ভাগাভাগি করে নেবার জন্যই আমার আসনের জনগণ আমাকে নির্বাচিত করেছেন। এখন শুধু মাঠেই নয়, আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন আমার ফেসবুক পেইজে।’

উল্লেখ্য জনাব আসলামুল হক তার নির্বাচনী এলাকায় বাড়ি বাড়ি যাবার জন্য নতুন একটি কর্মসুচী হাতে নিয়েছেন, যার শিরোনাম দেয়া হয়েছে 'কেমন আছেন?'

এ ব্যপারে তিনি বলেন, ‘দল, সরকার এবং জনগণের কাছ থেকে জীবনে অনেক পেয়েছি, এবার দেবার পালা। এই ধারণা থেকেই আমার সংসদীয় এলাকার মানুষের কথা শুনতে আমি ঘরে ঘরে যাচ্ছি। নিজের এলাকার জনসাধারণের আরও কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনতে এবং তাদের সঙ্গে নিজের যোগাযোগ বৃদ্ধি করতে আমি বাড়ি বাড়ি যাচ্ছি। এলাকার গরীব দুঃখী মানুষের বাড়িতে গিয়ে তাদের বর্তমান অবস্থা ও সমস্যার কথা জানা এবং তা তৎক্ষনাৎ সমাধান দিতে পারার চেষ্টা থেকেই আমার এই উদ্যোগ।’

তার এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন এ সংসদ সদস্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত