গুগল ডুডলে ভাস্কর নভেরা আহমেদ

প্রকাশ : ২৯ মার্চ ২০১৯, ১৬:০২

সাহস ডেস্ক

ভাস্কর নভেরা আহমেদের আজ ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ গুগল ডুডলে তাকে স্মরণ করছে গুগল। ১৯৩৯ সালের ২৯ মার্চ সুন্দরবনে জন্মগ্রহণ করেন তিনি।

বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে ঢুকলেই চোখে পড়ছে বিশেষ ডুডলটি। ডুডলে ক্লিক করলে নভেরা আহমেদকে নিয়ে গুগলে নানা অনুসন্ধান ফল দেখাচ্ছে।

বাংলাদেশের ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত নভেরা আহমেদ। তিনি ভাস্কর হামিদুর রহমানের সঙ্গে জাতীয় শহীদ মিনারের প্রাথমিক নকশা প্রণয়নে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ অন্তরাল জীবনের পর ২০১৪ সালের ১৭ জানুয়ারি প্যারিসে তার রেট্রোসপেকটিভ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নভেরার ভাস্কর্যের মধ্যে কয়েকটি হচ্ছে ‘চাইল্ড ফিলোসফার’, ‘মা ও শিশু’, ‘এক্সটার্মিনেটিং অ্যাঞ্জেল’, ‘পরিবার’ (১৯৫৮), ‘যুগল’ (১৯৬৯), ‘ইকারুস’ (১৯৬৯), ‘জেব্রা ক্রসিং’ (১৯৬৮) ইত্যাদি।

১৯৯৭ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদক প্রদান করে। নভেরা আহমেদ ২০১৫ সালের ৬ মে ফ্রান্সের প্যারিসে মারা যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত