মেসেঞ্জারে নতুন ফিচার

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৮:২৩

সাহস ডেস্ক

ডার্ক মোড নামে নতুন এক ফিচার নিয়ে এসেছে ফেসবুক মেসেঞ্জার। ফিচারটি নিয়ে এখনো কাজ চলছে। তবে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের গ্রাহকরা ফিচারটি ম্যানুয়ালি সক্রিয় করতে পারবেন।

ফেসবুক কর্তৃপক্ষের দাবি, এই মোড ব্যবহারের ফলে অন্ধকারে চোখে চাপ পড়বে না। এই মোড নিজের ফোনে ব্যবহার করতে হলে প্রথমেই ফোনের মেসেঞ্জারের অ্যাপটি আপডেট করতে হবে। 

এবার যে কোনো একজনের চ্যাটে ক্লিক করুন। তাকে চাঁদের ইমোজি পাঠাতে হবে।তাহলেই ফোনের স্ক্রিনে গুচ্ছ চাঁদ নেমে আসবে। আর চালু হবে ডার্ক মোড।

গত বছর ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল শিগগিরই তারা নিয়ে আসবে ‘ডার্ক মোড’। অবশেষে এসে গেল সেই সুবিধা।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত