বছরের সর্বশেষ সুপারমুন আজ

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৪:৪৮

সাহস ডেস্ক

আজ পূর্ণিমা। রাতের আকাশে চাঁদ উঠবে স্বাভাবিকের চেয়ে ১৪ শতাংশ বড়। কারণ চাঁদটি পৃথিবীর আরও ২৫ হাজার কিলোমিটার কাছে চলে আসবে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (২১ মার্চ) দিন-রাত সমান থাকবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) বিজ্ঞানীরা এমনটিই জানিয়েছেন। 

আন্তর্জাতিক এসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এটাই হবে সর্বশেষ সুপারমুন। এ সুপারমুনের অপার্থিব সৌন্দর্য বাংলাদেশে দেখা যাবে আজ বুধবার (২০ মার্চ) দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে। আর আমেরিকায় দেখা যাবে ২০ মার্চ ৫টা ৫৮ মিনিটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত