মঙ্গলগ্রহে প্রথম নারী

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ১৯:০৩

অনলাইন ডেস্ক

মঙ্গলগ্রহে প্রথম পা রাখবেন একজন নারী। এমনটিই জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পৃথিবীর উপগ্রহ চাঁদ ও মঙ্গলগ্রহে নারীদের পাঠানোর পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টিন বলেছেন, পরবর্তী ধাপে চাঁদের বুকে পাঠানো হবে একজন নারীকে। আর মঙ্গলগ্রহে প্রথম পা রাখবেন যিনি তিনিও হবেন একজন নারী। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

এছাড়া আগামী মাসে নাসা স্পেসওয়াক নামে একটি মিশন পরিচালনা করবে। এতে অংশ নেবেন শুধু নারীরা।

সায়েন্স ফ্রাইডে নামের একটি রেডিও টকশোতে ব্রাইডেনস্টিন এমনটা বলেছেন।

সাহস২৪.কম/ইতু