‘আইপ্যাড ইয়োগা ২৬০’ কনভার্টেবল ল্যাপটপ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৫

সাহস ডেস্ক

লেনেভোর কনভার্টেবল ল্যাপটপ ‘আইপ্যাড ইয়োগা ২৬০’ বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস। এতে অরিজিনাল উইন্ডোজ ১০ প্রো অপারেটিং সিস্টেম রয়েছে।

ল্যাপটপটি দেখতে আকর্ষণীয় এবং ওজনে হালকা। এতে উন্নত মানের বিল্টইন সিকিউরিটি টিপিএম এবং ফিঙ্গারপ্রিন্ট রিডার ব্যবহার করা হয়েছে। ইয়োগা সিরিজের এ ল্যাপটপ দিয়ে সৃজনশীল কাজ ও থ্রিডি গেমিংয়ের ডিজাইন করা যায়। রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ। 

১০ পয়েন্ট মাল্টিটাচ ক্রিন ডিসপ্লেসহ ল্যাপটপটি ৩৬০ ডিগ্রি কোনো ভাঁজ করা যাবে। রয়েছে ব্যাকলিট কি–বোর্ডসহ ইন্টেল কোরআই ফাইভ ৬২০০ ইউ জিপিইউ প্রসেসর যার স্পিড ২.৮ গিগাহার্টজ টু ৩.১ গিগাহার্টজ।

স্মার্ট টেকনোলজিস কর্তৃপক্ষ জানিয়েছে, ১২.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের¬ল্যাপটপটি একাধারে ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। রয়েছে তিনটি ইউএসবি ৩.০ পোর্ট। মাল্টিটাচ ডিসপ্লেতে ব্যবহার করা যাবে পেন, যা দিয়ে কলমের মতো ব্যবহার করা যাবে ডিসপ্লে। বাংলাদেশে এর দাম ১ লাখ ২৫ হাজার টাকা।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত