‘পাবজি’র নতুন ডেস্কটপ সংস্করণ

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০১৯, ১৬:২৬

অনলাইন ডেস্ক

বর্তমান দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় গেমের নাম হচ্ছে ‘পাবজি’। তবে এই গেমটি এখন পর্যন্ত স্মার্টফোনেই সীমাবদ্ধ। কারণ কম্পিউটারের কনফিগারেশন দুর্বল হওয়ার কারণে অনেকেই জনপ্রিয় শুটিং গেম ‘পাবজি’ কম্পিউটারে খেলতে পারেন না।

এই গেমটি পিসি সংস্করণে খেলতে গেলে শক্তিশালী কনফিগারেশনের সমৃদ্ধ কম্পিউটারের প্রয়োজন হয়। সেই বিষয়টি মাথায় রেখেই দুর্বল কনফিগারেশনের কম্পিউটারের জন্য আনা হয়েছে পাবজির বিশেষ সংস্করণ। ‘পাবজি লাইট’ নামে কম্পিউটারের জন্য গেমটির সংস্করণ উন্মোচন করেছে। তবে আপাতত এটি শুধু থাইল্যান্ডেই আনা হয়েছে।

এই নতুন সংস্করণটির সাইজ হবে মাত্র ৬১ দশমিক ৩ মেগাবাইট। কম্পিউটারে কমপক্ষে ইনটেল কোর আই থ্রি প্রসেসর ও ইনটেল এইচডি গ্রাফিক্স থাকতে হবে। এছাড়াও ৪ গিগাবাইট র‍্যাম ও ৪ গিগাবাইট ইনটারনাল স্টোরেজ থাকবে হবে।

কম্পিউটার সংস্করণের পাবজি লাইট শিগগিরই বিশ্বজুড়ে উন্মুক্ত করা হবে।