জুমার নামাজে উপস্থিতি সীমিত রাখার পরামর্শ

প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ১৩:৩১

সাহস ডেস্ক

করোনাভাইরাসের বিস্তার রোধে সারাদেশের মানুষকে ঘরে অবস্থান করার সরকারি নির্দেশনার অংশ হিসেবে জুমার নামাজে উপস্থিতি সীমিত রাখার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

শুক্রবার (২৭ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী, শুক্রবারের জুমাসহ সকল জামাতে সম্মানিত মুসল্লিগণের উপস্থিতি সীমিত রাখার এবং ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে গমন না করতে আহ্বান জানানো যাচ্ছে।

এর আগে, যাদের হাঁচি, কাশি কিংবা জ্বর রয়েছে তাদেরকে বাসায় বসে জুমার পরিবর্তে জোহরের নামাজ পড়ার আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন। পাশাপাশি বয়স্ক মুসল্লিদের সংক্রমণ থেকে রক্ষা পেতে আপাতত কিছুদিন সব নামাজই বাসায় পড়তে অনুরোধ জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত