ব্রণ ও তৈলাক্ত ত্বকের যত্ন খুব সহজেই নিতে পারেন

প্রকাশ | ০৪ জুলাই ২০২১, ১৭:০১

অনলাইন ডেস্ক

ব্রণ ও তৈলাক্ত ত্বকের সমস্যা প্রায় অনেকেরই আছে। তাই সমস্যা থেকে রেহাই পেতে ত্বকের জন্য অনেক কিছুই করতে হয়। ঠিক তেমনই ব্রণ ও তৈলাক্ত ত্বকের যত্ন নিতে হবে অনেক সাবধান। তবে চাইলে খুব সহজেই ব্রণ ও তৈলাক্ত ত্বকের যত্ন নিতে পারেন।

আপনার ত্বকের সঙ্গে মানানসই এমন ফোম বা জেল ভিত্তিক ক্লিঞ্জার ব্যবহার করুণ।

ভালোভাবে পুরো মুখ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর 'ক্লিঞ্জিং ব্রাশ' ব্যবহার করে মুখ পরিষ্কার করুণ। এরপরে, ত্বকে 'পিউরিফাইয়িং টোনার' লাগান। এতে ত্বকের জীবাণু বা ময়লা দূর হবে এবং কোষের উৎপাদন স্বাভাবিক হবে।

পরের ধাপে ত্বকে রেটিনল সিরাম লাগান। এটা লোমকূপ ছোট করতে সাহায্য করে। এরপর ত্বকে তেলহীন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এর ফলে ত্বকের আর্দ্রতার ভারসাম্য বজায় থাকে।

সাহস২৪.কম/সজল