চুল পড়া বন্ধ করবেন যেভাবে

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৩

দৈনিক একটা নির্দিষ্ট পরিমাণ চুল পড়াতে চিন্তার কিছু নেই। কিন্তু এই পরিমাণটা স্বাভাবিকের তুলনায় বেশি হলেই সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। 

আসুন জেনে নিন যেভাবে চুলের যত্নে রসুন ব্যবহার করবেন।

১. চা চামচ রসুনের রসের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। এরপর আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. আদা ও রসুন ছেঁচে নারকেল তেলে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৩. আধা কাপ অলিভ অয়েল গরম করে ৮ কোয়া রসুন ও একটি পেঁয়াজ ছেঁচে দিয়ে দিন তেলে। টে উঠলে নামিয়ে ঠাণ্ডা করুন। ছেঁকে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান তেল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত