দোল উৎসবে ত্বক ও চুলের যত্ন

প্রকাশ : ১৯ মার্চ ২০১৯, ১৬:৩৫

সাহস ডেস্ক

দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। প্রাচীন কাল থেকে অবিভক্ত ভারতবর্ষে হোলি উৎসব খুবই জনপ্রিয়। এখন শুধু ভারতে নয়, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই দিবস পালিত হয়।

আজ শুধুই রঙিন হওয়ার খেলা। তবে রং খেলার জন্য ভেষজ রং সবসময়ই ত্বকের জন্য ভালো। কিন্তু বেশিরভাগ সময়ই রঙের মধ্যে মেশানো হয় রাসায়নিক, যা আপনার ত্বক ও চুলের জন্য খুবই ক্ষতিকারক। তাই রং খেলার আনন্দে মেতে ওঠার আগে, ত্বক ও চুলের জন্য বিশেষ যত্ন নেওয়া জরুরি। এক্ষেত্রে জেনে নিন কিছু টিপস-

১) ২ চামচ আমন্ড অয়েল, ২ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, ১ ফোঁটা রোজ এসেনশিয়াল অয়েল ও ২-৩ ফোঁটা লেবুর রস নিয়ে ভালো করে মেশান। এবার এই মিশ্রণ ভালো করে মাথায় মাখুন।

২) ভুলেও খোলা চুলে থাকবেন না। বিনুনি করে বেঁধে নিন। এতে রঙের রাসায়নিকে স্কাল্পের ক্ষতি কম হয়।

৩) দেহের খোলা অংশে অবশ্যই পুরু করে সানস্ক্রিন লাগিয়ে নিন।

৪) রং খেলতে যাওয়ার আগে পুরুষরা দাঁড়িতে মাখুন নারকেল তেল, সরষের তেল বা আমন্ড অয়েল।

৫) রং খেলার পর এবার রঙ তোলার পালা। রঙ তোলার জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন একটা সহজ প্যাক। ২ টেবিল চামচ ময়দা, ১ চামচ হলুদ, ১ চামচ মধুর সঙ্গে দুধ বা দই যোগ করে ভালো করে মিশিয়ে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন

৬) মুখের জন্য হলুদ যুক্ত কোনও ক্লিনজারও ব্যবহার করতে পারেন।

৭) রং তোলার পর অবশ্যই সারা গায়ে ভালো কোন বডি অয়েল মেখে নিন।  

৮) চাইলে মধু ও শিয়া বাটার যুক্ত ময়েশ্চারাইজার ও লাগাতে পারেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত