দিনাজপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

প্রকাশ | ১৪ আগস্ট ২০২৩, ১৬:০৯ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩, ১৬:১৬

দিনাজপুর প্রতিনিধি
ছবি: সাহস

দিনাজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী পৃথিলা দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান। 

আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার লিছা রিছিল, দিনাজপুর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. গোলাম রসুল।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।