চাঁদনী রাতে
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৫:৫৬
রুমী খান

ছবি : ইন্টারনেট থেকে সংগৃহিত
দখিন হওয়ার শীতল পরশ
ডানা মেলে উড়ছে সারস,
যায় ছুঁয়ে যায় মন
চাঁদকে আমি বলি শুধুই
তুমি আপনজন।
রঙিন সাজে নীল আকাশে
হাত বাড়িয়ে চাঁদের দেশে
ইচ্ছে করে ছুই
চাঁদনী রাতে বেলী, জবা
ফুটছে আরো জুই।
হাসনাহেনার ফুটলো হেসে
গন্ধটা তার আসলো ভেসে
মাতাল করা ঘ্রাণ
চাঁদকে সময় দিয়ে আমার
জুড়ায় মনও প্রাণ।
শিবপুর, নরসিংদী থেকে