এই নদীটা সেই নদীটা
প্রকাশ : ০২ জুন ২০২৩, ১২:৪৬
সঞ্জয় সরকার

ছবি : ইন্টানেট থেকে সংগৃহিত
এই যে ধারা, জলের ধারা
বইছে নিরবধি
এই ধারাটাই ছোট্টবেলার
ইচ্ছেমতি নদী।
এই নদীতে ডুব-সাঁতারে
কাটত কত বেলা
বিকেল হলে উঠত জমে
মাছ-শিকারের মেলা।
পাল তোলা নাও শোঁ শোঁ করে
চলত স্রোতের টানে
মন হারাতাম পরান মাঝির
ভাটিয়ালী গানে।
শরৎ এলে হারিয়ে যেতাম
দুধ-সাদা কাশবনে
ছোট্ট বেলার এই নদীটা
আজও পড়ে মনে।
এই নদীটা আজও আছে
যায় না ভোলা ওইসব
হারিয়ে গেছে জীবন থেকে
স্বপ্ন-রঙিন শৈশব।