বঙ্গবন্ধুর ইতিহাস এখন দিনপঞ্জিকায়

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৬

সাহস ডেস্ক

আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসাবেলা ফাউন্ডেশন ও গৌরব প্রকাশনা যৌথভাবে বঙ্গবন্ধুর ইতিহাস নির্ভর একটি দিনপঞ্জিকা প্রকাশ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড.কামাল আবদুল নাসের চৌধুরী ও পানি সম্পদ সচিব জনাব কবির বিন আনোয়ার এখানে উপস্থিত ছিলেন। 

বক্তব্যকালে ড. কামাল আবদুল নাসের চৌধুরি বলেন, সমাজের প্রকাশক ,লেখক, কবিসহ সব শ্রেণী পেশার মানুষ এই ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত পুরো বছরটিকে উৎসবমুখরভাবে উদযাপন করতে স্বতঃস্ফুর্তভাবে এগিয়ে আসবে এটাই প্রত্যাশা করি।

এ বিষয়ে গৌরব প্রকাশনার প্রকাশক স.ম.ইফতেখার মাহমুদ বলেন, ক্যালেন্ডারটির একটি স্বকীয়তা রয়েছে তা হলো ১লা জানুয়ারি থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ৩৬৫ দিনের মধ্যে প্রত্যেকটি তারিখে সেই তারিখ সংশ্লিষ্ট বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এতে সংযোজন করা হয়েছে। আমরা খুব দ্রুতই এটি বাজারজাত করে জনগণের কাছে পৌঁছে দিবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত