করোনা: মৃত্যুহীন দিনে শনাক্ত ৪.২৯ শতাংশ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ১৭:১০

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে করোনায় দেশে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩১২ জনই অপরিবর্তীত রইল।

একই সময়ে নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও ১৪৪ জন। এতে শনাক্তের হার ৪ দশমিক ২৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শানাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জন।

শনিবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৫৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১০৮ জন ঢাকা বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের, ১৬ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন রাজশাহী বিভাগের,  ৩ জন খুলনা বিভাগের, ৩ জন বরিশাল বিভাগের এবং ১১ জন সিলেট বিভাগের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত