বিশ্বে ৫৯ কোটি ৩৩ লাখ মানুষ করোনা আক্রান্ত

প্রকাশ | ১২ আগস্ট ২০২২, ১৩:৪০

অনলাইন ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ৩৩ লাখ ছাড়াল। বৈশ্বিক ডাটা অনুযায়ী, শুক্রবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ১২২ জন ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৪৮ হাজার ৮০৯ জন মানুষ।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৭৭৯ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৬১ হাজার ৩৪৬ জন। নিউজিল্যান্ডে নতুন করে পাঁচ হাজার ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এই মহামারিতে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪২ লাখ ২৩ হাজার ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৮২৬ জনে।

সাহস২৪.কম/এএম/এসকে.