মৃতদের ৭০ শতাংশই টিকা নেয়নি: স্বাস্থ্য ডিজি

প্রকাশ | ২৪ জুলাই ২০২২, ১৭:১৩

অনলাইন ডেস্ক

দেশে করোনাভাইরাসে মৃতদের প্রায় ৭০ শতাংশই টিকা নেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে টিকার গুরুত্ব অপরিসীম। তার মতে, শতভাগ মৃত্যু নিয়ন্ত্রণ করতে না পারলেও টিকা গ্রহণকারীরা এক ধরনের সুরক্ষা পেয়েছেন। নতুন করে আক্রান্ত হলেও জটিলতা অনেকাংশেই কম ভুগেছেন। এজন্যই সবাইকে দ্রুত টিকার আওতায় আসতে হবে বলেন খুরশীদ আলম। রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন ও হেলথ রিপোর্টার্স ফোরামের যৌথ আয়োজনে রবিবার (২৪ জুলাই) দুপুরের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যের ডিজি বলেন, কিছুদিন আগে সংক্রমণ একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছিল। এরপর সংক্রমণ আবার হঠাৎ বেড়ে গেছে। কেউ বাকি নেই এই সময়টায় যিনি সর্দি-জ্বরে আক্রান্ত হননি, বলেন তিনি। তাদের মধ্যে সবাই হয়ত পরীক্ষাও করেনি। যারাই পরীক্ষা করিয়েছে তাদেরই পজিটিভ এসেছে, বলেন তিনি। তিনি বলেন, টিকা নেওয়ার পরও মারা যাবে এমন কথা কখনও বলা হয়নি। করোনা মহামারির সাথে পরিচয় হওয়ার পর অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই এটাতে উপকার আছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে।

সাহস২৪.কম/এসটি