আরও ৩১ জন ডেঙ্গু আক্রান্ত

প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ১৮:২৭

সাহস ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিশ মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (০৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ২৮ জন ঢাকা বিভাগের। ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১২৪ জন ভর্তি আছেন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন আট জন ডেঙ্গু রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ৩৪৭ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে এক হাজার ২১৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত