করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভা বৈঠক

প্রকাশ : ০২ জুলাই ২০২২, ১৮:০৯

সাহস ডেস্ক

দেশে করোনাভাইরাসের কারণে ২০২০ সালে ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছিল। এরপর এ বছরের ২৮ মার্চ থেকে আবার সশরীরে এ বৈঠক হয়। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভা বৈঠক হতে যাচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, রবিবার (৩ জুলাই) সকাল ১০টায় ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরও বলা হয়, এ সভায় অংশগ্রহণকালে প্রধানমন্ত্রী গণভবন এবং মন্ত্রিসভার সদস্য ও সচিবরা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ কক্ষে অবস্থান করবেন। এরপর নিয়ম অনুযায়ী বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফ করবেন।

সাহস২৪.কম/টিএ/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত