করোনা: ৪ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

প্রকাশ : ৩০ জুন ২০২২, ১৮:১৬

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় ২ হাজার ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে ১৫.৭০ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ১৫.২৩ শতাংশ। বৃহস্পতিবার (৩০ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এসময় ২ হাজার ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৮৬৯ জন ঢাকা বিভাগের, ১৫৬ জন চট্টগ্রাম বিভাগের, ৪২ জন রাজশাহী বিভাগের, ২৬ জন ময়মনসিংহ বিভাগের, ৪৯ জন বরিশাল বিভাগের, ২৩ জন খুলনা বিভাগের, ১৩ জন সিলেট বিভাগের এবং ৫ জন রংপুর বিভাগের। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৬৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৮ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৪৯ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত