আরও ৪৭জন ডেঙ্গু আক্রান্ত

প্রকাশ | ২৮ জুন ২০২২, ১৬:০৮

অনলাইন ডেস্ক

এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৩৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং নতুন আক্রান্ত আরও ৪৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ৪৬ জন ঢাকা বিভাগের এবং বাকি জন ঢাকার বাইরের। ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১৩১ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন আট জন ডেঙ্গু রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ১৬জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৮৭৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।