করোনা: মৃত্যুহীন দেশ, শনাক্ত ১৯

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২২, ১৮:১৪

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ৮ দিন দেশে করোনায় মৃত্যু নেই। এর আগে ২০ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল।

একই সময়ে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও ১৯ জন। নতুন শনাক্তের ১৬ জনই ঢাকা বিভাগের। বাকি তিন জন পাবনা, বগুড়া ও মেহেরপুরের। সব মিলিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৪৪ জন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৩৩৬ জন। এ নিয়ে দেশে আজ পর্যন্ত মোট সুস্থ্য হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৮২০ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে ৪ হাজার ৬২২টি নমুনা পরীক্ষায় ১৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। বুধবার ২৩ এবং মঙ্গলবার এ সংখ্যা ছিল ২৭। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৪৭ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত