৫০ বছর বয়সীদের বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ১৯:৪৯

সাহস ডেস্ক

এখন থেকে ৫০ বছর বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বুস্টার ডোজ নিয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

তিনি বলেন, আমি প্রথমেই জানাচ্ছি যে, বুস্টার ডোজের বয়স ৬০ বছর ছিল। এখন থেকে ৫০ বছর বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমরা টিকার বুস্টার ডোজ দিয়ে যাচ্ছি। বুস্টার ডোজে খুব বেশি অগ্রগতি হয়নি। কারণ ছয় মাস সবার পূরণ হয়নি। এ পর্যন্ত প্রায় ৭ লাখের মতো বুস্টার ডোজ দিতে পেরেছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত