মৃত ব্যক্তিদের মধ্যে ৮০ শতাংশই টিকা নেয়নি: স্বাস্থের ডিজি

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ১৮:৪২

সাহস ডেস্ক

সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের ৮০ শতাংশের টিকা নেওয়া ছিল না। সংক্রমণ বৃদ্ধি অশুভ ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খোরশেদ আলম।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খোরশেদ আলম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই সময় করোনায় আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশ করোনার টিকা নেননি। বাকি ২০ শতাংশ নানা ধরনের দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ছিলেন। তবে এখনো কোনো ব্যক্তি অমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, সে তথ্য স্বাস্থ্য বিভাগের হাতে নেই। জেনোম সিকোয়েন্সিং করতে ১৪-১৫ দিন সময় লাগে।

তিনি আরো বলেন, ঢাকায় অমিক্রনের সংক্রমণ বেশি। তবে অন্যান্য জেলায় এখনো ডেলটার সংক্রমণ অব্যাহত আছে।

এ সময় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা বলেন, স্কুলে যায় না, এমন শিশু–কিশোরদের প্রশাসনের সহায়তায় টিকা দেওয়া হবে। ছাত্রদের টিকা দেওয়া শেষ হলে অগ্রাধিকারের ভিত্তিতে কলকারখানার শ্রমিক, পরিবহন খাতের শ্রমিক ও হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া হবে।

অধিদপ্তরের অন্য অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর বলেন, এখন দৈনিক ২৫০ টন অক্সিজেন উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত