শনাক্ত ৫ হাজারের উপরে, মৃত্যু ৮

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২২, ১৮:২৮

সাহস ডেস্ক

দেশে দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ২২২ জন। এতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৭.৮২ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে।

একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৪৪ জনে।

রবিবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩০৫টি নমুনা। এখন পর্যন্ত এক কোটি ১৮ লাখ ৬১ হাজার ৪২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত ৮ জনের মধ্যে পুরুষ পাঁচজন এবং তিনজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রাম বিভাগের তিনজন এবং সিলেটে বিভাগের একজন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত